আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করেছে। ওই নেতাদের দেখলেই চিনবেন এমন ব্যক্তিদের দিয়ে এ টিম গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ অথবা তার অঙ্গসংগঠনের নেতা দেশ ছাড়তে পারেন। এই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।’
৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার আগে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে বলে জানিয়ে বিমানবন্দরের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সম্ভাবনা কম।
ইতিমধ্যে সাবেক সরকারের প্রভাবশালী দুজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন।’ শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতার একটি তালিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রয়েছে। তালিকায় থাকা নেতাদের কেউ বিমানবন্দরে গেলেই আটক করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post