ওমানে থেকে কদিন আগেও যারা বৈধপথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে পাঠাচ্ছেন রেমিট্যান্স। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের।
তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা। চলে রেমিট্যান্স শাটডাউন প্রচারণা।
তবে অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে এখন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস, তিনিই এখন প্রবাসীদের ভরসা।
ওমান প্রবাসীরা বলছেন, গত কয়েকদিন আগে দেশে রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তা পরিবর্তন হয়েছে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারাও অবদান রাখতে চান।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যার মধ্যে বড় একটি বাজার ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post