বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে গত বুধবার থেকে বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলো আজ রোববার থেকে আবার খুলে দেওয়া হয়েছে। তবে নতুন কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে আজ থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
এর আগে, গত ৪ আগস্ট ভারতীয় দূতাবাস বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায়।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post