ওমানে গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি (জুলফার) কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ বিতরণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)।
৭-ফেব্রুয়ারি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “অনুমোদন নিষিদ্ধ থাকা ও ওষুধ উৎপাদনে সমস্যা থাকার কারণে গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি (জুলফার) কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ ব্যবহার, বিতরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
ওষুধগুলো হলো:- মিউকোলিটি সিরাপ, সুপারপ্রোকট-এস সাপোজিটর, জুলমেন্টিন ৩৭৫ মিলিগ্রাম ট্যাবলেট, বাটালিন ২ এমজি ট্যাবলেট, বাটালিন ৪ এমজি ট্যাবলেট, জুলমেন্টিন ফোর ট্যাবলেট, স্কোপিনাল সিরাপ ও লিপিগার্ড ১০ এমজি ট্যাবলেট।
এমওএইচ জানিয়েছে, “এই ওষুধগুলো দ্রুত ব্যবহার বন্ধ করতে হবে। একই সাথে এই ওষুধের বিকল্প ওষুধ লেখার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের আহ্বান জানানো হয়েছে। একইসাথে সরকারী ও বেসরকারি স্বাস্থ্য খাতে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে এই ওষুধ দ্রুত অপসারণ ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
ওমানে আক্রান্ত উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে: স্বাস্থ্যমন্ত্রী
মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এক অমুসলিম!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
হস্তান্তরের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ফাটল
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post