বর্তমান দেশের অস্থিরতার ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা।
তারা বলছেন গত ৬ আগস্ট থেকে সরকার পতনের ফলে ছয় ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দর। যার প্রভাব পড়েছে ওমান এয়ারসহ অন্যান্য এয়ারলাইনস সংস্থাগুলো ওপর।
দেশের অস্থিরতার ফল দেখা গেছে ওমান এয়ারের ফ্লাইটেও, গত ৬ আগস্ট ওমান এয়ারের ফ্লাইট বাতিল হওয়ায় ১৮০ জনেরও বেশি প্রবাসীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, এ সকল যাত্রীদের মধ্যে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ায়, কিভাবে তারা কর্মস্থলে যোগ দেয়া যায় সেই বিষয়ে হতাশায় ভুগছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post