দুবাইয়ের একটি হাসপাতালে মীর আহমদ নামে এক প্রবাসী স্বজন বিহীন চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ রেকর্ড অনুযায়ী অসুস্থ মীর আহমদের পিতা লাল মোহাম্মদ।
প্রায় তিন মাস ধরে তিনি দুবাইয়ে আল নাহাদায় এন.এম.সি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকলেও তার অবস্থার তেমন উন্নতি না হওয়ার কারণে তার কাছ থেকে প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
স্ট্রোক করার কারণে তিনি রাশেদিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে এন.এম.সি হাসপাতালে পাঠানো হলেও স্ট্রোক করার কারণে তিনি মুখের ভাষা হারিয়ে ফেলেছেন।
দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রধান আশফাক জানান, মেডিকেল কর্তৃপক্ষ নিজ খরচে মীর আহমদকে দেশে পরিবারের কাছে হস্তান্তর করতে চাইলেও পাসপোর্ট বা সঠিক পরিচয় না পাওয়ায় তারা সেই কার্য সম্পাদন করতে পারছে না।
তাই অসুস্থ এই প্রবাসীর পরিচয় পেতে বাধ্য হয়ে মেডিকেল কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ কনসুলেটের শরণাপন্ন হয়েছেন।
কেউ তাকে চিনে থাকলে নিম্নোক্ত নাম্বারে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।
০৫০৫০৫৫৮৩৪, ০৫০৮১৬৮২৫৩, ০৫০৮১৬৮৩৬৩
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post