শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ছেলে সজিব ওয়াজেদ জয় একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বললেও চুপ ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তবে এবার মুখ খুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে মায়ের পাশে থাকতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন পুতুল। মায়ের পদত্যাগ, দেশত্যাগ ও শিক্ষার্থীদের প্রাণহানিতে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন।
আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কঠিন সময়ে মায়ের পাশে না থাকতে পেরে তাকে আলিঙ্গন করতে না পেরে তিনি ব্যথিত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রথমবারের মতো মায়ের পদত্যাগ ও দেশত্যাগের বিষয়য়ে কথা বলেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
তিনি বলেন, আমার প্রাণের দেশ বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে যেতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর আশ্রয় নেন ভারতে।
তার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতেই শপথ নেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post