ওমানে হঠাৎ বেড়ে গেছে বিভিন্ন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) করোনাভাইরাস রোগীদের সংখ্যা। গত সোমবার যেখানে আইসিইউতে রোগীর সংখ্যা ছিলো ২২ জন। সেখানে আজ (সোমবার) বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, করোনায় দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আজ দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৬ জন। গত সপ্তাহে টানা চারদিন কোনও মৃত্যুর খবর না পেলেও চলতি সপ্তাহে করোনায় মারা গিয়েছে ৩ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫৩৫ জনে।
গত সোমবার দেশটিতে সুস্থতার হার ছিলো ৯৫ শতাংশ, আর এই সপ্তাহে তা এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৪ শতাংশে। নতুন করে দেশটিতে আশঙ্কাজনকহারে বাড়ছে আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা। সর্বশেষ গত এক সপ্তাহে ১২ জন বেশি করোনা রোগী আইসিইউতে ভর্তি হয়েছেন। গত সোমবার হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিলো মাত্র ১১ জন, আর এই সোমবার নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন।
গত সোমবার ওমানের সকল হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা যেখানে ছিলো ৯২ জন, সেখানে এই সোমবার বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে। একই সময়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ থেকে ৩৪ জনে।
আরো পড়ুনঃ ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
সরকারী পরিসংখ্যান অনুসারে দেশের বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন মাস্কাট প্রদেশে। গত সপ্তাহে গণমাধ্যমে এক বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী জানিয়েছেন, “দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়া আমাদের উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। তাই আমাদের আরো সর্তক থাকতে হবে।”
তিনি আরো বলেন, ‘‘দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে অনেক নাগরিক এখনো সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। একইসাথে অনেক নাগরিক ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করছে যা আমাদের দেশের করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি করেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post