প্রায় তিন দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ভারতের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। আজ বুধবার সকালে ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে গিয়েছে একটি ফ্লাইট, যাত্রী ছিলেন মোট ২০৫ জন।
এই যাত্রীদের মধ্যে প্রাপ্ত/অপ্রাপ্তবয়স্ক যাত্রীর সংখ্যা ছিল ১৯৯ জন এবং শিশুর সংখ্যা ছিল ৬ জন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য মিন্ট।
এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে এএনআইয়ের প্রতিবেদেন বলা হয়েছে বুধবার সকালের দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া সেই ফ্লাইটটি ছিল বিশেষ চার্টার ফ্লাইট।
বিমান পরিষেবা সংস্থাটির এক কর্মকর্তা এএনআইকে বলেন, “বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা-দিল্লি আপডাউন ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ বিবেচনায় এবং সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে আজকের ফ্লাইটটি পরিচালিত হয়েছে।”
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার থেকে ঢাকা-দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করছে ভারতের অপর দুই বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং ভিস্তারা। কোম্পানি দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।
স্বাভাবিক সময়ে ঢাকা-নয়াদিল্লি, ঢাকা-মুম্বাই এবং ঢাকা-চেন্নাই রুটে দিনে একটি এবং ঢাকা-কলকাতা রুটে দু’টি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো এয়ারলাইন্স। আর ঢাকা-মুম্বাই রুটে প্রতিদিন একটি এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে তিন দিন তিনটি ফ্লাইট পরিচালনা করে ভিস্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post