ওমানে গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি (জুলফার) কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ বিতরণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “অনুমোদন নিষিদ্ধ থাকা ও ওষুধ উৎপাদনে সমস্যা থাকার কারণে গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি (জুলফার) কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ ব্যবহার, বিতরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
আরো পড়ুনঃ প্রবাসীদের জন্য সুখবর দিলো ওমান
ওষুধগুলো হলো:- মিউকোলিটি সিরাপ, সুপারপ্রোকট-এস সাপোজিটর, জুলমেন্টিন ৩৭৫ মিলিগ্রাম ট্যাবলেট, বাটালিন ২ এমজি ট্যাবলেট, বাটালিন ৪ এমজি ট্যাবলেট, জুলমেন্টিন ফোর ট্যাবলেট, স্কোপিনাল সিরাপ ও লিপিগার্ড ১০ এমজি ট্যাবলেট।
এমওএইচ জানিয়েছে, “এই ওষুধগুলো দ্রুত ব্যবহার বন্ধ করতে হবে। একই সাথে এই ওষুধের বিকল্প ওষুধ লেখার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের আহ্বান জানানো হয়েছে। একইসাথে সরকারী ও বেসরকারি স্বাস্থ্য খাতে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে এই ওষুধ দ্রুত অপসারণ ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post