ওমানে আজ (৭-ফেব্রুয়ারি) থেকে শুরু হলো অস্ট্রাজেনেকা ভ্যাকসিন টিকা প্রদানের প্রথম ধাপ। ইতিমধ্যেই দেশটির দক্ষিণ আল-বাতিনা ও আল ধাহিরা অঞ্চলে ভ্যাকসিন প্রদানের স্থান ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।
এই ধাপে ৬৫ বছর বা তার বেশি বয়সীরা টিকা গ্রহণ করতে পারবেন। তবে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ব্যক্তিরা অস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে। পূর্বে যারা ফাইজারের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ডোজের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দক্ষিণ আল-বাতিনা পৌরসভায় অস্ট্রাজেনেকা টিকা গ্রহণের স্থান ও সময় হলো:-
১. রুস্তাক স্বাস্থ্য কমপ্লেক্স – সকাল ৭টা থেকে রাত ৮ টা,
২. আল-মুসান্নাহ স্বাস্থ্য কমপ্লেক্স- সকাল ৭টা থেকে রাত ৮ টা,
৩. বারকা স্বাস্থ্য কমপ্লেক্স- সকাল ৭টা থেকে রাত ৮ টা,
৪. নাখাল স্বাস্থ্য কেন্দ্র সকাল সাড়ে-৭ টা থেকে দুপুর ২.৩০ মিনিট
৫.ওয়াদি আল মাওয়ায়েল স্বাস্থ্য কেন্দ্র- ৭.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট
৬. আল-আওয়াবী স্বাস্থ্য কেন্দ্র- ৭.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট
এদিকে,আল ধহিরা পৌরসভায় অস্ট্রাজেনেকা টিকা গ্রহণের স্থান ও সময় হলো:-
১. ইবরি স্বাস্থ্য কমপ্লেক্স-
২. ধাংক স্বাস্থ্য কেন্দ্র
৩. ইয়ানকুল স্বাস্থ্য কেন্দ্র
৪. তানেম স্বাস্থ্য কেন্দ্র
৫. মাকানিয়াত স্বাস্থ্য কেন্দ্র
৬. হাগেরমেট স্বাস্থ্য কেন্দ্র
৭. ওয়াদি আল-আইন স্বাস্থ্য কেন্দ্র
আরো পড়ুনঃ ইতালিতে নতুন ধরনের করোনা শনাক্ত
সকল স্বাস্থ্য কেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকল ৮ থেকে দুপুর ১ পর্যন্ত টিকা গ্রহণ করতে পারবেন নাগরিক এবং প্রবাসীরা। ভ্যাকসিন নেওয়ার জন্য পাসপোর্ট বা রেসিডেন্স কার্ড (পতাকা) সাথে আনতে বলা হয়েছে। অক্সফোর্ড আস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post