বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহের সময় কুমিল্লায় খোকন চৌধুরীর নামের এক সাংবাদিক ও মেরাজ হোসেন নামের এক ভিডিও সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার খোকন চৌধুরী বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির কুমিল্লার ব্যুরো চিফ এবং মেরাজ হোসেন একই প্রতিষ্ঠানের ভিডিও সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
হামলার শিকার খোকন চৌধুরী গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে আন্দোলকারীদের গণমিছিল ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে অবস্থান নেয় সন্ত্রাসীরা। এ সময় একজন পথচারী মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সেই মারধরের ভিডিও ধারণ করতে গেলে আমার ও ভিডিও জার্নালিস্ট মেরাজের ওপর হামলা চালায় তারা। এ সময় সন্ত্রাসীরা ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে।
হামলার নিন্দা জানিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের নিশ্চিত সুযোগ দিতে হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post