করোনা মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের প্রায় সকল দেশেই। এই প্রভাব পর্যটন খাতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। বিভিন্ন দেশ তাদের পর্যটন খাতকে পুনগঠনে নিয়েছে নানান উদ্যোগ। ঠিক তেমন করোনা মহামারির প্রভাব দূর করছে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শিল্প নানা উদ্যোগ হাতে নিয়েছে। পর্যটকদের টানতে দেওয়া হচ্ছে নজিরবিহীন সুযোগ-সুবিধা। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে মেধা ও মননশীলদের নাগরিকত্ব দেওয়ারও ঘোষণা দিয়েছে আমিরাত সরকার। মহামারির ক্ষত কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় সংযুক্ত আরব আমিরাত। এ জন্য বিদেশি পর্যটকদের টানতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এই উদ্যোগের সুবিধা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিসহ ভ্রমণ পিপাসুরা।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করলো কাতার
প্রবাসী বাংলাদেশি জানান, লকডাউনের পর এদেশের পর্যটনশিল্পে একধরনের ধস নামে। তবে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আমিরাত সরকার। এ সুযোগ বাংলাদেশিরাও পাচ্ছেন। দেশটির পর্যটন সম্ভাবনা তুলে ধরতে গত বছর অক্টোবরে দুবাই এক্সপো হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ০১ অক্টোবর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় এ প্রদর্শনী। দুবাই এক্সপো সফল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পর্যটন খাতকে শক্তিশালী করতে খরচ করা হচ্ছে শত শত কোটি ডলার। পর্যটকদের সেবা নিশ্চিতে সহজ করা হচ্ছে শ্রম আইন। কোর ইনফ্রা গ্লোবালের সিইউ এবং প্রতিষ্ঠাতা নেচার রেজা খান বলেন, হোটেলগুলেোতে পর্যটন সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ করে ২০১৯ সালে যে সংখ্যা পর্যটক ছিল সেটা এখন অর্ধেকে নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post