ওমানে মানব পাচার ও প্রবাসীদের সাথে প্রতারণা রোধে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিশেষ করে মানব পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ২০২৪-২০২৬ সময়কালের জন্য একটি বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
সাধারণত মানব পাচারের শিকার প্রবাসীদের সাথে নিয়োগকর্তা বা দালালচক্র প্রতারণামূলক যেসব কাজ করে তার মধ্যে আছে পাসপোর্ট জব্দ করে রাখা, চুক্তির থেকে অনেক কম বেতন দেওয়া, সাপ্তাহিক ছুটি বা ওমান সরকারের দেওয়া ছুটি মঞ্জুর না করা এবং অভিযোগ জানাতে গেলে নির্বাসনের ভয়ভীতি দেখানো।
এছাড়া স্পনসরশিপের জন্য টাকা নেওয়া ও কর্মীর উপরে সকল প্রকারের নির্যাতনকে ওমান সরকার গুরুতর মানব পাচারের লক্ষ্মণ বলে বিবেচনা করে।
এসকল ক্ষেত্রে আইনি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রবাসীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মানব পাচার সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে ওমান পুলিশের হটলাইন ৮০০ ৭৭ ৪৪৪ প্রবাসীদের সহযোগিতা করবে।
এছাড়াও নিয়োগকর্তার অত্যাচার থেকে মুক্তি পেতে প্রয়োজনে ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আশ্রয়ও নিতে পারবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post