সাশ্রয়ী ভাড়ায় যাত্রী পরিবহনে সুনাম আছে ওমানের সালাম এয়ারের। তবে এবার সব ছাপিয়ে গেছে মাত্র ১৯ রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার ভাড়ার খবরে।
অবিশ্বাস্য মনে হলেও আগামী ২ সেপ্টেম্বর থেকে এই ভাড়াতেই যাত্রী পরিবহন করতে যাচ্ছে বিমান সংস্থাটি। সালাম এয়ারের নতুন গন্তব্যের তালিকায় মুম্বাই ছাড়াও আছে ভারতের ব্যাঙ্গালোরের নাম।
এই গন্তব্যে ওয়ান ওয়ে রুটের ভাড়া ধরা হয়েছে ৩৩ রিয়াল। এ নিয়ে সালাম এয়ারের ভারতে গন্তব্যের সংখ্যা দাঁড়ালো ৮ টি।
ধীরে ধীরে সালাম এয়ারের ফ্লাইট কার্যক্রমের পরিধি বাড়ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ এবং লাহোরে ফ্লাইট চালুর খবর দেয় তারা।
সালাম এয়ারের সিইও আদ্রিয়ান হামিলটন জানান, ভারতীয় উপমহাদেশে তাদের চাহিদা ব্যাপক। এই বিপুল চাহিদা বিবেচনায় নিয়ে সামর্থ্যের মধ্যে ফ্লাইট সেবা দিতে আগ্রহী তারা।
মূলত সালাম এয়ারের একটি ব্যবসায়িক কৌশল হলো কম খরচে বিমান সেবা দেওয়া। এটিকে তারা লাইট ফেয়ার নামে উল্লেখ করে থাকে।
যেখানে তারা কেবল অতি প্রয়োজনীয় খাতের জন্য অর্থ হিসেব ধরে অতিরিক্ত খরচ বাদ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মাত্র ১৯ রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post