বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো বেড়েছে। গত সপ্তাহে দাম কমার পর ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকায় হামলার জেরে এই দাম বেড়েছে। এদিকে দাম বৃদ্ধিতে উৎপাদনকারীদের ক্ষতি অনেকটা পুষিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, হামলার পর সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৮১ দশমিক ৩৩ ডলারে উঠেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দামও ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে উঠেছে ৭৭ দশমিক ২৫ ডলারে।
শনিবার গোলান উপত্যকায় রকেট হামলা চালানো হয়। লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে তারা এর দায় স্বীকার করেনি।
গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছিল। তখন মূলত গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা ও চীনে তেলের চাহিদা হ্রাসের কারণে দাম কমেছিল বলে সংবাদে বলা হয়েছে।
গতকাল রোববার ইসরায়েলের মন্ত্রিসভা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গোলান উপত্যকায় হামলার জবাব দেওয়ার ক্ষমতা দিয়েছে। সরকার যখন ও যেভাবে যথাযথ মনে করবে, সেভাবেই হামলার জবাব দেবে। এ হামলায় ১২ জন কিশোর ও শিশু মারা গেছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ইসরায়েলে হামলার পর এটাই এখন পর্যন্ত ইসরায়েল বা ইসরায়েল অধিকৃত অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা। অক্টোবরের হামলার জেরে ইসরায়েল গাজায় হামলা শুরু করে, শুরু হয় যুদ্ধ।
বিশ্লেষকদের মতে, গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই তেলের দাম আবার শতকের ঘরে পৌঁছার আশঙ্কা ছিল। কিন্তু চীন ও সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে তেমন চাহিদা না থাকার কারণে তেলের দাম শেষ পর্যন্ত খুব একটা বাড়েনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post