গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রেখে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা জোর করে নেয়ার দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।
আন্দোলনে নামার উসকানি দিচ্ছেন অনেকেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৯ জুলাই) মিরপুরে ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (২৮ জুলাই) রাত থেকেই নানা ধরনের পোস্ট দেখা যাচ্ছে। এসব পোস্টে দাবি করা হয়, ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহার করে বিবৃতি দিতে বাধ্য করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে।
এর আগে রাতে কোটা সংস্কার আন্দোলন নেতারা এক ভিডিওবার্তায় বলেন, আন্দোলনের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে নিয়েছে সরকার।
তাই সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। ভিডিওবার্তায় সহিংস ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি করেছিলেন আন্দোলনের সমন্বয়করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post