ওমানে মহামারী করোনায় আজ মৃত শূন্যের কোঠায়। মঙ্গলবার (২-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ১৬১ জন এবং মৃতের সংখ্যা শূন্য। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৮৫ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫৪ জন। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৩২ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক ৯৪.৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯০ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ১০৫ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে ফের বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫২৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫১২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন।
আরো পড়ুনঃ ওমান সুপ্রিম কমিটির জরুরী বৈঠক
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ ২১ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৪৭ হাজার ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৫৭ লাখ ১১ হাজার ৬৬৭ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post