প্রবাস টাইমের কাছে ওমান থেকে প্রায়ই অভিযোগ আসছে দূতাবাসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। যার মধ্যে অন্যতম হচ্ছে দূতাবাসের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলায় অনেক প্রবাসীকে ওমান সিআইডি দিয়ে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগ দিয়ে ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া, দূতাবাসের বিভিন্ন সেবার নামে অনৈতিক লেনদেন এবং ষড়যন্ত্র করে ওমানের জেলে আটক করা ইত্যাদি।
এমতাবস্থায় ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক নির্যাতন অথবা নিপীড়নের শিকার হয়ে দেশে ফেরত এসেছেন অথবা ওমানের জেলে আছেন অথবা ওমানে আছেন বর্তমানে তবে দূতাবাস বিভিন্ন উপায়ে চাপ প্রয়োগ করছে এমন কেউ থাকলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করছি। প্রবাস টাইম: +৯৬৮ ৭১৯২৭৩৯৮ (whatsapp) উল্লেখ্য: শুধুমাত্র ভুক্তভোগীদের যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো, অন্যকোনো ইস্যু নিয়ে আপাতত এই নাম্বারে যোগাযোগ না করতে বিশেষভাবে অনুরোধ করা হইলো।
নিউজ-২
ওমানের করোনা ব্রেসলেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
ওমানের করোনা নিয়ন্ত্রণে এক যুগান্তকারী ডিভাইসের নাম হচ্ছে “করোনা ট্র্যাকিং ব্রেসলেট”। যার মাধ্যমে গোটা ওমানের করোনা পরিস্থিতি নজরদারী করা হচ্ছে। ওমানে আগত সকলের জন্য এই ব্রেসলেট পড়া বাধ্যতামূলক করেছে দেশটির সুপ্রিম কমিটি। সর্বনিম্ন ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত এই ব্রেসলেট হাতে রাখতে হবে ওমান আগমনকারীদের।
অনেকেই না বুঝে অজু এবং গোসলের সময় এটি খুলে রাখেন এবং অনেকেই নির্ধারিত সময়ের পর এই ব্রেসলেট নিজে নিজেই খুলে ফেলে দিচ্ছেন। যা দেশটির আইন অনুযায়ী মারাত্মক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ব্রেসলেট হাতে লাগানোর পর নির্ধারিত সময়ের আগে কোনো ভাবেই খোলা যাবেনা এবং কোয়ারেন্টাইনের সময় শেষ হলে নিকটস্থ হাসপাতাল থেকে খুলতে হবে এবং ব্রেসলেটটি জমা দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রণালয় আরো জানিয়েছে, করোনা ব্রেসলেটে পানি লাগলে কোনো ধরনের সমস্যায় পরতে হবে না ব্যবহারকারীদের। ওমানে যে ব্রেসলেট ব্যবহার করা হচ্ছে তা ওয়াটার প্রুপ বলে জানিয়েছে মন্ত্রণালয়। ওযু বা ঝরনায় গোসলের সময় এই ব্রেসলেট ব্যবহার করা যাবে, তবে বেশিক্ষণ পানিতে না ডুবিয়ে রাখতে বলা হয়েছে। শনিবার (৩০-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। নাগরিক এবং প্রবাসীদের নিশ্চিতভাবে করোনা ব্রেসলেট ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
নির্ধারিত কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার পর নিকটস্থ কোনো সরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্রেসলেট খুলতে পারবেন ব্যবহারকারীরা। তবে প্রাইভেট হাসপাতালে ২ থেকে ৫ রিয়াল পর্যন্ত খরচ হতে পারে এই ব্রেসলেট খুলতে। নির্ধারিত সময়ের পূর্বে এই ব্রেসলেট খুলে ফেললে ৩০০ রিয়াল জরিমানা গুনতে হবে ব্যবহারকারীকে। সেইসাথে কোয়ারেন্টাইন আইন লঙ্ঘন করলে ২০০ রিয়াল জরিমানা, কোনো বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় করা অথবা কোনো ধরণের জনসমাগমের আয়োজন করলে তার বিরুদ্ধে ১৫০০ রিয়াল জরিমানা করা হবে।
সেইসাথে কোনো বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় করা অথবা কোনো ধরণের জনসমাগমে উপস্থিত হলে ১০০ রিয়াল জরিমানা গুনতে হবে। এ ছাড়াও প্রবাসীদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর নির্দেশনাও জারী করেছে দেশটির সুপ্রিম কমিটি।
নিউজ-৩
ফের ঊর্ধ্বমুখী করোনা, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ওমান
বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। মহামারীর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই অনেক দেশ পুনরায় লকডাউন ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে এই মহামারী নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই দেশটিতে পুনরায় সকল ধরণের খেলাধুলা থেকে শুরুকরে সভা সমাবেশ এমনকি বিবাহ অনুষ্ঠান পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। দেশটিতে ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৩দিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯৮ জন এবং মৃতের সংখ্যা ২ জন।
রবিবার (৩১-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৩২৬ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৫৪ জন। নতুন ২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২৯ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক ৯৪.৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০২ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৭ জন। গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ২৮২ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে আজ কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।
নিউজ-৪
সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পাবেন যারা
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষের নাগরিকত্ব দেবে। শনিবার (৩০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম বলেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী, ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেওয়া হবে।
আমিরাত প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখতে পারবেন, তাদের আকর্ষণ করাই তার সরকারের লক্ষ্য। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমির আদালত এবং নির্বাহী পরিষদের সদস্যরা যাচাই-বাছাই শেষে প্রত্যেকটি শ্রেণিতে যোগ্যদের নাগরিকত্বের মনোনয়ন দেবেন।
খালিজ টাইমসের তথ্যমতে, নাগরিকত্ব পেতে হলে বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মালিক হতে হবে। চিকিৎসকদের এমন কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যার চাহিদা রয়েছে এবং এক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুন পাসপোর্টধারীরা সংযুক্ত আরব আমিরাতের এই নাগরিকত্ব প্রকল্পের আওতায় যোগ্য বিবেচিত হবেন কি না তা এখনও পরিষ্কার নয়।
নিউজ-৫
ওমানে টিকা পরিবর্তন করতে পারবেন না ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা
ওমানে “ফাইজার-বায়োএনটেক” ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা দ্বিতীয় ডোজ হিসাবে “অ্যাস্ট্রাজেনেকা” ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ওমান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, “উপহার হিসেবে ওমানকে করোনা ভ্যাকসিন দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মহামান্য সুলতান হাইথাম বিন তারিক।
ওমান সরকার ও ওমানী জনগণের পক্ষে থেকে স্বাস্থ্যমন্ত্রী ড. আহমদ বিন মোহাম্মদ আল-সাইদী এক সংবাদ সম্মেলনে বলেন, “ভারতের সেরাম ইন্সটিটিউট বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন কারখানার মধ্যে একটি। ভ্যাকসিন গ্রহণের পদক্ষেপটি করোনার মহামারী কাটিয়ে ওঠার লক্ষ্যে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
আরো পড়ুনঃ ওমানের নতুন ভিসা ফি’র বিস্তারিত তথ্য
একই সাথে সকল মানুষের মধ্যে ভ্যাকসিন পৌঁছানোর সহজলভ্যতা বাড়বে।” তিনি আরো বলেন, ‘‘এই ভ্যাকসিনটি সবার জন্য সুরক্ষা প্রদান করবে, এর কার্যকারিতা, সুরক্ষা এবং ফলাফল গবেষণা দ্বারা প্রতীয়মান। অ্যাস্ট্রাজেনেকা গ্রহণেও নাগরিকদের এক ডোজ থেকে দ্বিতীয় ডোজে ৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে।”
ওমান নিউজ এজেন্সি আরো জানিয়েছে, ‘‘ফাইজার-বায়োনেটেক ভ্যাকসিনের প্রথম ডোজ পেলেও এখনি দ্বিতীয় ডোজ পাওয়ার সম্ভব হচ্ছে না ওমানের। তবে ওমানে করোনার নতুন স্ট্রেন রোধে অ্যাস্ট্রাজেনেকা’র ভ্যাকসিন খুবই কার্যকর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post