প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুংকার দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী।
বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প।
পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে-যা সবসময়ই একটি আশঙ্কা আছে- এমনটি ঘটলে আমি আশা করব, আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে।
বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
মার্কিন গণমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে। এরপর ট্রাম্পেরে নিরাপত্তা বাড়ানো হয়। তবে সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান জড়িত নয়।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয়। অন্যান্য মাধ্যমগুলোও একই ধরনের কথা জানিয়েছে।
ট্রাম্পের বৃহস্পতিবারের এই পোস্ট মনে করিয়ে দেয়, ২০১৯ সালের আরেক বিতর্কিত মন্তব্যের কথা। প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘ইরান আমেরিকার কোনো কিছুর ওপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post