করোনা ভাইরাসের নতুন স্ট্রেন থেকে সবাইকে রক্ষা করতে সর্তকতামূলক ওমানে খেলাধুলা সহ সকল ধরণের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নতুন এই ঘোষণা অনুযায়ী দেশটির বিভিন্ন হোটেল ও পর্যটনকেন্দ্রগুলোতেও সকল ধরণের সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠান স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল স্থানীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান ও সম্মেলন স্থগিত থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। যদি এই আদেশ কেউ অমান্য করে তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ওমান সরকারের নতুন এই আইন এবং সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে অনুরোধ জানিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ ওমানে চার বাংলাদেশীর ভিসা বাতিল
এদিকে, দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সকল ধরণের ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, “আমরা আপনাকে অবহিত করতে চাই যে করোনার সতর্কতামূলক নির্দেশনার অংশ হিসেবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশের সকল ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। আশা করা যাচ্ছে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্পোর্টস ফেডারেশনগুলির পাবলিক লিগ শুরু হবে। আমরা সবার জন্য সুস্থতার দোয়া করবো। আল্লাহ আমাদের ভালো রাখবেন।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post