হ্যাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। গত সোমবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে। গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটের ঠিকানায় দেখা যায়- ‘হ্যাকড বাই রেজিস্ট্যান্স’ লেখা ছিল।
হ্যাকাররা ওয়েবসাইটে পুলিশ সদস্য, কুকুরসহ কয়েকজনের ছবি দিয়ে রেখেছিল। যেখানে লেখা ছিল, ‘অপারেশন হান্টডাউন, স্টপ কিলিং স্টুডেন্টস।’
এছাড়া ছাত্রহত্যা বন্ধের আহ্বান জানিয়ে কালো ব্যাকগ্রাউন্ডে লাল বর্ণে লেখা রয়েছে, এখন আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই গ্রুপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post