কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কানাডার টরন্টোতে তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি সংগঠন অন্যস্বর ও অন্য থিয়েটারের উদ্যোগে বুধবার সন্ধ্যায় টরন্টোর শহীদ মিনার চত্বরে মৗন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। এর আগে বিকেলে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে বক্তারা সবধরনের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তারা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশগুলোয় শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন বলেন, প্রিয় জন্মভূমিতে যা ঘটছে তাতে আমরা শোকে মুহ্যমান, বাকস্তব্দ। সে জন্যে আমরা মৌন প্রতিবাদ করছি। কারণ নৃশংসতায় আমরা ভাষা হারিয়ে ফেলেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post