সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর পুনরায় সেই সহায়তা চালু করার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হলো; পরস্পরের সম্মতিতে ঐকমত্যে পৌঁছানো দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনাকে সহায়তা করা। যাতে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনের জনগণ স্থায়ীভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদে বসবাস করতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হলো সামনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথই হলো দ্বিরাষ্ট্র সমাধান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের দেওয়া আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও বন্ধ করে দেওয়া হয়।
মিলস বলেন, বাইডেন প্রশাসন বন্ধ হয়ে যাওয়া আর্থিক সহায়তা পুনরায় চালু করবে। খুলে দেওয়া হবে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন। পাশাপাশি বাইডেন প্রশাসন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য অন্যান্য দেশগুলোকে আহ্বান জানাবে।
আরো পড়ুনঃ বিমানের শিডিউল বিপর্যয়, চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
মিলস বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য বাইডেন প্রশাসন ফিলিস্তিন এবং ইসরাইলের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক পুনর্স্থাপন করবে। এ প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং দেশটির জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাইডেন প্রশাসন স্বীকার করছে যে, ইসরাইল-ফিলিস্তিন মধ্যে শান্তি প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কিছু নেই বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post