ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। বন্দুক হামলায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৮ জন।
তবে মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল। এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ এ হামলার জবাব দিয়েছে। শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে।
𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐚𝐬𝐮𝐚𝐥𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐚𝐭𝐭𝐚𝐜𝐤 𝐨𝐧 𝐈𝐦𝐚𝐦 𝐁𝐚𝐫𝐠𝐚𝐡 𝐢𝐧 𝐌𝐮𝐬𝐜𝐚𝐭, 𝐎𝐦𝐚𝐧
According to the latest information received from the Omani authorities, four Pakistanis were martyred as a result of gunshots in the dastardly terrorist…
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) July 16, 2024
এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।
তবে, পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post