করোনাভাইরাসের দোহাই দিয়ে টিকেটের মূল্য আকাশচুম্বী করেও যথাযথ সময়ে ফ্লাইট পরিচালনা করতে পারছেনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওমানগামী বিমানের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে প্রবাসীরা। সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট চলাচলের কারণে বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা সময় মতো ফিরে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রিটার্ন টিকেট করেও অনেকে সিট পাচ্ছেন না। আবার যারা রিটার্ন টিকেট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি দাম। এদিকে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন তারা। সময়মত কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর আশঙ্কা তো আছেই। তার ওপর বিদেশে গিয়ে নতুন চাকরি সন্ধানের সুযোগটিও পাবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
ঢাকা এয়ারপোর্ট থেকে মাস্কাটগামী বিমানের ফ্লাইট ৩ বার শিডিউল পরিবর্তন করেও যথা সময়ে ফ্লাইট পরিচালনা করতে পারেনি এমন অভিযোগ যাত্রীদের। কোভিড পরীক্ষা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করে এয়ারপোর্টে এসে ফেরত যেতে হয়েছে।
ইতিমধ্যে অনেকেরই করোনা পরিক্ষার মেয়াদ শেষ হওয়ায় দ্বিতীয় বার পরীক্ষা করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা। বিমানের এক বিজ্ঞপ্তিতে দেখা যায় মাস্কাট থেকে বিমানের ২১ জানুয়ারির একটি ফ্লাইটের তারিখ পরিবর্তন করে ২৭-জানুয়ারিতে পিছিয়েছে এবং ঢাকা থেকে মাস্কাটগামী বিমানের ২৫ তারিখের আরেকটি ফ্লাইট বাতিল হয়ে ২৭ তারিখে দেওয়া হয়েছে।
জানাগেছে, চলতি মাসের ২৫ তারিখ রাত ২-৩০ মিনিটে মাস্কাট থেকে চিটাগাং আসার কথা ছিলো, যাত্রীরা পিসিআর পরীক্ষা করে দেশে আসার সকল প্রস্তুতি সম্পন্ন করলেও ফ্লাইটের একদিন পূর্বে বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৬ তারিখ সকাল ৮টায় ফ্লাইট ছেড়ে যাবে।
পরে আবার শিডিউল পরিবর্তন করে জানানো হয় সকাল ৮টার পরিবর্তে ফ্লাইটটি বিকেল ৩টায় যাবে। যাত্রীরা এয়ারপোর্টে আসার পর তাদেরকে জানানো হয় শিডিউল আবারো পিছিয়ে ২৭ তারিখ সকাল ৮টায় যাবে।
আরো পড়ুনঃ ওমানে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে করোনা
যাত্রীরা নতুন করে পিসিআর পরীক্ষা করে এবং নতুন টিকিট নিয়ে অনেকেই সকাল ৮টার ফ্লাইটের জন্য এয়ারপোর্টে এসে জানতে পারে আবারো শিডিউল পরিবর্তন করে বিকেল ৩টায় নেওয়া হয়েছে। বিমানের এমন খামখেয়ালিপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যাপারে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post