যারা নিজেদের রাজাকার বলার সাহস দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের শেষ দেখে ছাড়বে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থানকালে এ কথা বলেন তিনি। এসময় সাদ্দাম হোসেন ঘোষণা দেন, ছাত্রলীগ আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ মিছিল করবে।
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সভাপতি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে আন্দোলনকারীদের প্রতিহতে ছাত্রলীগ মাঠে থাকবে।
এসময় সাদ্দাম হোসেন দাবি করেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া বিভিন্ন হলের ১০০টি কক্ষ ভাংচুর করা হয়েছে।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের।
পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে তিন শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। ভর্তি রয়েছে আহত অন্তত ১৩ জন। আহতদের মধ্যে একাংশ ছাত্রলীগ নেতাকর্মী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post