কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাজধানীর বসুন্ধরা গেট ও যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। এ সময় বাড্ডা থেকে বিশ্বরোডগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে গাড়ি ছাড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে বিমানবন্দরগামী ফ্লাইটের যাত্রীদের পাসপোর্ট ও বিমানের টিকিট দেখালেই তাদের যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে।
যমুনা ফিউচার পার্কের সামনে সিঙ্গাপুরগামী এক যাত্রী বলেন, পাসপোর্ট ও টিকিট দেখালে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন অবরোধকারীরা। বেশ কয়েকটি স্থানে অবরোধে পড়লেও তাদের ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা গেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন নর্থসাউথ, এআইইউবি, আইইউবিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হাজার খানেক শিক্ষার্থী কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ করে সড়কে অবস্থান নিয়েছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তায় দুপাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
নতুন বাজারে আমেরিকান দূতাবাস সংলগ্ন রাস্তাতেও অবস্থান নিয়েছেন ইউআইইউ, ডিআইইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেলেও তারা নীরব অবস্থানে রয়েছেন। কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post