দুবাই বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের । দুবাই থেকে বিমানটি লখনউয়ে যাচ্ছিল ৷ সব যাত্রীকে নিরাপদে দুবাই বিমানবন্দরে নামানো হয়েছে ।
তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি এখনও প্রকাশ করেনি । যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় জরুরি অবতরণ নিয়ে পোস্ট করে ।
জানা গেছে, দুবাই থেকে সকাল সাড়ে নয়টায় লখনউ আসার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নম্বর IX 194-এর ৷ তার জন্য সোমবার ভোর ৪টার সময় দুবাই থেকে লখনউয়ের উদ্দেশে বিমানটি যাত্রা শুরু করে । কিন্তু ওড়ার প্রায় ৯০ মিনিট পর সেটি জরুরি অবতরণ করে দুবাই বিমানবন্দরে ৷
এই জরুরি অবতরণের ফলে বিমানে থাকা যাত্রীরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েন । হঠাৎ করে দুবাইয়ে জরুরি অবতরণ করার সঠিক কোনও কারণ না জানানোয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা ।
এর পরেই যাত্রীরা এক্স হ্যান্ডেলে জরুরি অবতরণ নিয়ে বিমান সংস্থাকে ট্যাগ করে পোস্ট করতে থাকেন ৷ তখন এয়ার ইন্ডিয়ার তরফে কমেন্টে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে এই জরুরি অবতরণ ৷
অন্যদিকে, সোমবার লখনউ বিমানবন্দরে ওঠা-নামা চারটি বিমান বাতিল করা হয় । অনেক বিমান তাদের নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে । সোমবার লখনউ থেকে কিষাণগড়গামী স্টার এয়ারের ফ্লাইট নম্বর S5223 রাত ৩টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু তা লখনউ বিমানবন্দর থেকে বাতিল করা হয় । ইন্ডিগোর লখনউ থেকে বেঙ্গালুরু যাওয়ার সন্ধে ৭টা ৫০মিনিটের বিমানও বাতিল করা হয় । একইভাবে ৭টা ২০ মিনিটে বেঙ্গালুরু থেকে লখনউ আসার বিমান ও কিষাণগড় থেকে দুপুর ২টা ২৫ মিনিটে আসা স্টার এয়ারের ফ্লাইট নম্বর S522 বাতিল করা হয় ।
এর পাশাপাশি, লখনউ থেকে মুম্বাই যাওয়ার ইন্ডিগোর ফ্লাইট এক ঘণ্টা, দিল্লি যাওযার ইন্ডিগোর ফ্লাইট এক ঘণ্টা, আকাশ এয়ারের মুম্বাই যাওয়ার বিমান এক ঘণ্টা, ইন্ডিগোর লখনউ থেকে মুম্বই যাওয়ার বিমান দেড় ঘণ্টা, লখনউ থেকে দুবাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৪ ঘণ্টা, লখনউ থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এক ঘণ্টা দেরি করা হয় ।
একই সঙ্গে লখনউ বিমানবন্দরে আসা-যাওয়া অনেক বিমান তাদের নির্ধারিত সময়ের থেকে ১ থেকে ৪ ঘণ্টা দেরিতে চলে। বিমানে বিলম্ব এবং হঠাৎ বাতিল হওয়ায় লখনউ বিমানবন্দরে যাত্রীরা হট্টগোল সৃষ্টি করে । বিমান সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন ৷ বিমান বাতিল ও দেরির কারণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান যাত্রীরা ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post