ওমানে বেসরকারি খাতের বেশ কয়েকটি পেশায় প্রবাসী কর্মীদের নিষেধাজ্ঞা জারি করে ওমানিকরনের নতুন আইন জারী করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ পেশায় এই নিষেধাজ্ঞা এসেছে। নতুন যে পেশায় এখন থেকে প্রবাসীরা কাজ করতে পারবেন না তার মধ্যে রয়েছে,
১. বীমা সংস্থা বা বীমা প্রতিষ্ঠানের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক পেশায়।
২. মলে পরিচালিত দোকানের বিক্রয়-কর্মী, হিসাবরক্ষক, মানি এক্সচেঞ্জ এবং পণ্য সরবরাহের পেশায়।
৩. গাড়ি এজেন্সির হিসাবরক্ষণ বা অডিটিং পেশায়।
৪. নতুন এবং ব্যবহৃত যানবাহন বিক্রয় পেশায়।
৫. গাড়ি এজেন্সির নতুন ও ব্যবহৃত যানবাহন বিক্রির সকল হিসাবরক্ষণ পেশায়।
৬. গাড়ি এজেন্সির সাথে যুক্ত নতুন যানবাহনের খুচরা যন্ত্রাংশ বিক্রিয়ের পেশায়।
নতুন এই এই সিদ্ধান্তটি আগামী ৬ মাস পর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে যেসকল প্রবাসী বর্তমানে এই পেশায় কর্মরত আছেন, তাদের ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পেশায় কাজ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
চাকরীর ক্ষেত্রে ৭২ শতাংশ ওমিনিকরণ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরীর ক্ষেত্রে ৭২ শতাংশ ওমানিকরণ করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ওমানি নাগরিকের পরিমাণ ৩৯ হাজার ৪১৩ জন। রবিবার ওমানের শূরা কাউন্সিলের এক বৈঠকে এই তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী আহমেদ আল সাইদী। তিনি বলেন ২০১৬ সালে এর হার ছিলো ৬৯ শতাংশ।
মন্ত্রী আরও বলেন, ‘‘ওমানের চারটি স্বাস্থ্যসেবা হাসপাতালে এখন ওমানিকরণের পরিমাণ ৭০ শতাংশ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ওমানিকরণে সফল হয়েছে রয়্যাল হাসপাতাল। এই হাসপাতালে ওমানিকরণের পরিমাণ ৭৭.৮ শতাংশ। দেশে রোগীদের পরিমাণ বৃদ্ধির সাথে মিল রেখে ডায়ালাইসিস ইউনিটগুলিও বাড়ানো হয়েছে।”
দেশটিতে ডায়াবেটিস, রক্তচাপ এবং স্থূলত্বের প্রবণ রোগীদের সংখ্যা রেকর্ড করা হচ্ছে বলে শুরা কাউন্সিলকে অবহিত করেন মন্ত্রী। তিনি আরও বলেন, কোনো ব্যাক্তিকে বিদেশে চিকিৎসা নেওয়ার আর প্রয়োজন নেই। আশা করা যাচ্ছে আমরা এখন থেকে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পারবো রোগীদের।
স্বাস্থ্য মন্ত্রণালয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে নতুন প্রকল্পের প্রস্তাব করা হবে বলে জানান মন্ত্রী। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই এই পরিকল্পনা নেওয়া হবে।
ওমানের ৪টি খাতে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে ওমানের যে চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে,
ক। আর্থিক সংস্থার চ্যালেঞ্জ।
খ। স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত চ্যালেঞ্জ।
গ। স্বাস্থ্যসেবা সম্পর্কিত চ্যালেঞ্জ।
ঘ। মানব সম্পদ উন্নয়ন সম্পর্কিত চ্যালেঞ্জ।
করোনা পরিস্থিতি নিয়ে ওমানের স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
গতবছর অক্টোবরের মাঝামাঝি থেকে ওমানে করোনা রোগীর সংখ্যা কমতে শুরু করলেও ফের এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। রোববার শূরা কাউন্সিলের এক বক্তব্যে তিনি এই কথা বলেন।
শূরা কাউন্সিলের বক্তব্যে তিনি বলেন,”বিশ্বব্যাপী করোনা মহামারীর ধারাবাহিকতা বিবেচনা করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, দেশে অনেক নাগরিক সঠিকভাবে সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণেও এই সংখ্যা বেড়ে যেতে পারে।” তিনি আরো বলেন, গত বছরের মাঝামাঝি থেকে করোনা রোগী সনাক্ত ও মৃত্যু দুইটির সংখ্যাই কমে আসতে শুরু করে।
যার অন্যতম কারণ দেশের সকল নাগরিক সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৪৪ জন। যাদের মধ্যে ১০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও এক হাজার ৫২১ জন নাগরিক করোনায় মৃত্যুবরণ করেছেন।
আরো পড়ুনঃ ঢাকা বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণ সহ ওমান প্রবাসী গ্রেফতার
মন্ত্রী আরো বলেন, “পর্যায়ক্রমে ওমানের সকল ব্যাক্তিকে করোনার টিকা না দেওয়া পর্যন্ত করোনা মহামারীর থেকে আমরা নিরাপদ নই। তাই আমাদের সকলকে করোনা মহামারি থেকে বেঁচে থাকতে সামাজিক এবং প্রাতিষ্ঠানিক প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন শারীরিক দূরত্ব, মাস্ক পরা এবং হাত ধৌতকরণ জোরদার করতে হবে। একই সাথে সকলকে এই নিয়ম সঠিকভাবে পালন করতে হবে।”
ওমানে আবারও বাড়ছে শীতের তীব্রতা
ওমানে আবারও বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে ওমানের বেশকিছু অঞ্চল। রবিবার দেশটির আবহাওয়া অফিসের তথ্য মতে, দেশটির সকল প্রদেশে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরো কমে আসবে। আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশটিতে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
তবে বর্তমানে দেশটির সকল প্রদেশের আবহাওয়া অনেক পরিষ্কার। দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে উত্তর-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মরুভূমি এবং উন্মুক্ত অঞ্চলগুলিতে উত্তর-পশ্চিমের বাতাস প্রবাহিত হবে। দেশটির সকল প্রদেশে তাপমাত্রা কমে যাওয়ার ফলে দেশটিতে আবারও তীব্র নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post