চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক করা হয়েছে।
সোমবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই বিদেশি নাগরিককে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ১৩ জুলাই অত্র বিমানবন্দরে ল্যান্ড করে।
তখন থেকেই ওই বাহামার নাগরিক এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো লাগেজ ছিলো না। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে স্টিলা সান্তাই তার লাগেজ রিসিভ করতে আসেন।
এ সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভিতর থেকে ৩ কেজি ৯ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ সময় ওই কোকেনসহ বাহামারের ওই নাগরিককে আটক করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post