মানবাধিকার সূচকে ২০১৫ সালের দ্বিতীয় ইউপিআর থেকে ওমানের বর্তমান অবস্থা অনেক ভালো। আর এই অগ্রগতির মূল ভূমিকায় রয়েছে দেশের নাগরিক ও বাসিন্দারা। সম্প্রতি ওমানের মানবাধিকার বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবাধিকার কাউন্সিলের এক সভায় এই কথা বলেন দেশটির বিচারপতি ও আইন বিষয়ক মন্ত্রী ডাঃ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সাঈদী।
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের পৃষ্ঠপোষকতায় দেশটির নাগরিকদের, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, সাংস্কৃতিক এবং অন্যান্য মানবাধিকারের প্রতি বেশ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানান ডঃ আবদুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও দেশের সকল নাগরিকদের সঠিক আইনি সেবা দিতে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওমান।
আরো পড়ুনঃ শান্তিপ্রিয় একটি দেশের নাম ওমান
সভায় আরো উপস্থিত ছিলেন হামদা আল সাদিয়া, আবদুল্লাহ আল মালাহী, জামিল্লা সেলিম জাদ্দাদ সহ ওমানি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। সকলে তাদের নির্দিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করে।
পর্যালোচনা অধিবেশনের অংশ নেওয়া বিভিন্ন দেশ ওমানে মানবাধিকারের উন্নয়নে বিভিন্ন প্রশ্ন ও বেশ কয়েকটি সুপারিশ প্রদান করেছে। এ সময় ডঃ আবদুল্লাহ ওমানের আইন ও ব্যবস্থা অনুসারে অতিথিদের প্রশ্নের জবাব দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post