জেদ্দায় বিমানের বিজি-৩৯৫৬ ফ্লাইটটি দ্বিতীয়বার উড্ডয়নের চেষ্টা করলে সেসময় ত্রুটি ধরা পড়ে।
সৌদি আরবের জেদ্দা থেকে হাজিদের ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
বোয়িং-৭৭৭ মডেলের বিজি-৩৯৫৬ ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় উড্ডয়নের জন্য রানওয়ের কাছাকাছি গেলেই ত্রুটি ধরা পড়ার তথ্য দেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
ফ্লাইটটি প্রথমবার উড্ডয়নে ব্যর্থ হয়ে আগের জায়গায় ফিরে আসে। এর আড়াই ঘণ্টা পর ফের চেষ্টা করেন পাইলট। তবে দ্বিতীয়বারেও সমস্যা দেখা দেয়।
বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে পাইলট যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেন। পরে যাত্রীদের খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়।
“ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগির ঢাকার উদ্দেশে রওনা হবে বলে আশা করছি।”
এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর এসি নষ্টের কারণে ৩৭ মিনিট আকাশে উড়ে বিমানের একটি ফ্লাইট ফেরত আসে। পরে অন্য ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়।
এছাড়া গত ২৬ জুন উইন্ডশিল্ডে ফাটলে বিমানের চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিজি ১২৭ নম্বর ফ্লাইটও বাতিল হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post