ওমানের দুকুম আল তুর্কি ক্যাম্পে মোসারফ (৩০) নামে এক প্রবাসীর মৃত হয়েছে। মোসারফের দেশের বাড়ি সিলেটে বলে জানাগেছে। শনিবার (১৬-জানুয়ারি) সকাল ৬ টার দিকে তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে প্রবাস টাইমকে হিজবুল্লাহ নামে এক প্রবাসী জানান, মৃত্যুর পূর্বে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং যেদিন মারা যান, সেদিন ফজরের নামাজ পড়ে কাজের যাওয়ার প্রস্তুতি নিয়ে নাস্তা করার জন্য ক্যাম্পের ডাইনিং হলে যান।
আরো পড়ুনঃ ফের চালু হলো ওমান শ্রম মন্ত্রণালয়ের অনলাইন সেবা
নাস্তার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাত মাটিতে পড়ে যান মোসারফ এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া না গেলেও হৃদরোগে আক্রান্ত হয়েই মোসারফের মৃত হয়েছে এমন ধারণা তার সহকর্মীদের।
বর্তমানে তার মরদেহ দুকুম হাসপাতালের মর্গে আছে বলে জানাগেছে। এদিকে এতো অল্প বয়সে মোসারফের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার এলাকায় এবং সহকর্মীদের মাঝে নেমে আসে শোঁকের ছায়া। এমতাবস্থায় তার মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post