বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩০ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ে বলে তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটগুলোই বেশি দেরি করে ছাড়ে। জুন পর্যন্ত গত এক বছরের ফ্লাইটের তথ্য নিয়ে বিমানের বানানো এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
এতে দেখা গেছে, এই এক বছরের কোনো কোনো মাসে আন্তর্জাতিক গন্তব্যের ৫০ থেকে ৬০ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটা বিমান সংস্থা কতটা সময় মেনে চলে, তা বোঝা যায় সংশ্লিষ্ট সংস্থার অন টাইম পারফরম্যান্স বা ওটিপি থেকে।
আন্তর্জাতিকভাবে সাধারণত কোনো ফ্লাইট নির্ধারিত সময়ের ১৫ মিনিটের মধ্যে উড়াল দিলে তা নির্ধারিত সময়ে ছেড়েছে বলে ধরা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বছরের ওটিপি পরিস্থিতি নিয়ে সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছে।
তাতে বলা হয়েছে, এই এক বছরে বিমানের বহির্গমন ওটিপির গড় হলো ৬৯ দশমিক ৩৭ শতাংশ। আর অবতরণের ওটিপির গড় ৬৬ শতাংশ। অর্থাৎ বিমানের ৩০ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন ও অবতরণ করে।
যদিও পর্যাপ্ত চেক ইন কাউন্টার না থাকা, বোর্ডিং গেট দিতে দেরি হওয়া, আবহাওয়ার কারণ, অতিরিক্ত ফ্লাইট পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উড়োজাহাজের স্বল্পতাকে এর জন্য দায়ী করছে বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post