বিশ্বজুড়ে বিমান সফর ক্রমশ আতঙ্কের অন্য নাম হয়ে উঠছে। কখনও মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, কখনও বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়া, আবার কখনও ল্যান্ডিং গিয়ার কাজ না করা ইত্যাদি ঘটনা বেশ ঘনঘনই ঘটছে।
এছাড়া যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে বিমান বিধ্বস্তের ব্যাপারটিতো রয়েছেই। এবার তেমনই এক ঘটনার ছবি ধরা পড়ল যুক্তরাষ্ট্রের বিমানে। উড্ডয়নের পর মাঝ আকাশে চাকা খুলে গেল বিমানের। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, গত সোমবার (৮ জুলাই) এই ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। লস অ্যাঞ্জেলস থেকে ডেনভারের উদ্দেশে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি। তবে আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই বিমানের পিছনের সারির একটি চাকা খুলে নিচে পড়ে যায়।
EXCLUSIVE: Here's the moment that United flight #UA35 lost a wheel during takeoff, captured by CaliPlanes (https://t.co/QPzmrN2j2T) ✈️ https://t.co/JSTzbHuGD2 pic.twitter.com/MdmybGWCqt
— RadarBox (@RadarBoxCom) March 7, 2024
বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে। যদিও বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আকাশে ওড়ার অন্তত ৩ ঘণ্টা পর নিরাপদেই ডেনভার বিমানবন্দে অবতরণ করে বিমানটি।
তবে বড়সড় দুর্ঘটনা যে ঘটতে পারত তা অস্বীকার করছেন না বিশেষজ্ঞরা। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যাত্রী সুরক্ষা নিয়ে।
নিয়ম অনুযায়ী, বিমান উড়ার আগে বিমানে কোনওরকম যান্ত্রিক ত্রুটি রয়েছে তা পরীক্ষা করে দেখা হয়। জানা যাচ্ছে, সেই পরীক্ষা হয়েছিল বিমানটির। তার পরও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিমান সংস্থার গাফিলতির দিকেই উঠছে অভিযোগের আঙুল। বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছি আমরা।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে একই রকম ঘটনা ঘটেছিল এক মার্কিন বিমানে। বোয়িং ৭৭৭-২০০ বিমান স্যান ফ্রান্সিস্কো থেকে টেকঅফ করেছিল জাপানের ওসাকা উদ্দেশে।
আকাশে ওড়ার পর বিমানের থেকে চাকা খুলে পড়ে গিয়ে স্যান ফ্রান্সিস্কো বিমানবন্দরের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার জেরে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post