মালদ্বীপের একটি মসজিদে পবিত্র আল কুরআনকে অপমান করার অভিযোগে ৩৬ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মো. মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রবাসী হওয়ার কারণে দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা থাকায় তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলেও কবে এবং কোন মসজিদে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তা জানানো হয়নি।
ইন্টারন্যাশনাক কুরআন নিউজ এজেন্সি জানায়, সোমবার রিমান্ড শুনানির সময় স্থানীয় আদালত তাকে ১৫ দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন।
ওই আদালত জানিয়েছে, তার এই ঘটনার বিষয়ে একটি পুলিশ রিপোর্ট হয়েছে। যেখানে তার এহেন কর্মকান্ডের সবধরণের প্রমাণ রয়েছে। জানা গেছে, তিনি কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন।
এর কিছুদিন আগেও দেশটিতে কোরআনের কপি অপবিত্র করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ মতে, ওই ব্যক্তি কোরআনের কপিতে থুতু ফেলেছেন বলে অভিযোগ ছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post