সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা প্রত্যেকেই বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে ভূমিকা রাখে, দেশের অর্থনৈতিক প্রবাহকে সচল রাখে।
তিনি প্রবাসীদের বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানান। দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।
গত শনিবার সিলেটের জিন্দাবাজারে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ এনআরবি রেমিট্যান্স, বিনিয়োগ আইনি সুরক্ষা ও জাতিসংঘে শান্তিরক্ষীদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর এনআরবির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়েজিদ সরকার, প্রবাসী রেজাউল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post