চলতি বছর জুলাই ও আগস্টের মধ্যে আর্জেন্টিনার মহাতারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার ঢাকায় আসার কথা ছিল। তবে সে যাত্রা পিছিয়েছে। এ বছর তিনি আসবেন তবে সেটা এখনই ফাইনাল ডেট দেয়া যাচ্ছে না।
এদিকে লিওনেল মেসিকে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আনার চেষ্টা করবেন কলকাতার স্পোর্টস এজেন্ট শতদ্রু দত্ত। তিনি এর আগে এমি মার্টিনেজ ও রোনালদিনহোকে ঢাকায় আনার ব্যবস্থা করেছেন।
লিওনেল মেসি ২০১১ সালে ঢাকায় এসেছিলেন। সেবার আর্জেন্টিনা ও নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলেছিল। এবার মেসি শুধুই বিজ্ঞাপনী কাজেই আসবেন।
শতদ্রু বলেছেন, ‘ সামনের বছরের ফেব্রুয়ারিতে ইন্টার মিয়ামি চীন সফর করবে। সেই সফরের সময় দেড় দিন সময় বের করে ঢাকা ও কলকাতা সফরের পরিকল্পনা চলছে। মেসির বাবার সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে।’
ডি মারিয়ার কোপা আমেরিকা শেষে ঢাকায় আসার কথা। আর্জেন্টিনা সেমিফাইনালে খেলছে। মারিয়া এই সময়ে আসতে পারছেন না বলে শতদ্রু জানালেন।
তিনি বলেন, ‘ ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আর্জেন্টিনা ও তার পূর্ণ মনোযোগ কোপা নিয়ে।’
আর্জেন্টিনা কোপা আমেরিকায় কানাডার সঙ্গে সেমিফাইনাল খেলবে। তারা গতবার কোপা আমেরিকার জয় করে। এছাড়া ২০২২ বিশ্বকাপ জয়েও মেসি ও ডি মারিয়া ভূমিকা ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post