বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এরইমধ্যে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে।
রোববার সাঁড়াশি অভিযানে নামার পর ১৭ জনকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান গ্রেফতার করা হয় বলে সোমবার জানিয়েছে সিআইডি।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আবু জাফর, উপ-পরিচালক, পিএসসি; নোমান সিদ্দিকী; সৈয়দ আবেদ আলী, অবসরপ্রাপ্ত ড্রাইভার, পিএসসি ; খলিলুর রহমান, ডেসপাস রাইডার, পিএসসি; সাজেদুল ইসলাম, অফিস সহায়ক, পিএসসি; আবু সোলায়মান মো. সোহেল; মো. জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, পিএসসি; মো. আলমগীর কবির, সহকারী পরিচালক, পিএসসি; প্রিয়নাথ রায়, অডিটর; মো. জাহিদুল ইসলাম; শাহাদাত হোসেন, নিরপত্তা প্রহরী, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ; মো. মামুনুর রশীদ; মো. নিয়ামুল হাসান, মেডিকেল টেকনিশিয়ান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; সাখাওয়াত হোসেন; সায়েম হোসেন; লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম।
জানা গেছে, গ্রেফতারকৃতরা গত একযুগ ধরে বিসিএসসহ কমপক্ষে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post