শিশুটির বয়স মাত্র ১৫ দিন। কিন্তু তার চিকিৎসা করানোর মতো আর্থিক সক্ষমতা নেই- এমন দাবিতে নিজের সেই শিশু সন্তানকে জীবন্ত দাফন করেছেন এক ব্যক্তি।
মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ স্বীকার করেছেন তিনি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়ার মতো জঘন্য অপরাধের দায়ে তৈয়ব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নিজের অভাবের কথা উল্লেখ করে তৈয়ব দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই তাকে বস্তায় ভরে দাফন করেন তিনি।
এআরওয়াই নিউজ বলছে, পুলিশ অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।
আদালতের নির্দেশের পর শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post