সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (৬ জুলাই) রাতে কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত হন। এরপর গভীর রাতে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
জালালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষি সম্মেলনে বিরিয়ানি খেতে দেওয়া হয়।
এই বিরিয়ানি খাওয়ার কিছু সময় পর প্রায় সবার বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয় কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে।
তিনি আরো বলেন, একের পর এক ফোন আসতে থাকে বমি, পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে প্রায় সবার। অসুস্থদের অধিকাংশ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানা নিয়ে অর্ধ শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। বিরিয়ানিতে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post