মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকৌশল শাখায় রাসায়নিক লিক হওয়ার ঘটনায় অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে বলে দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।
এক বিবৃতিতে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ নুর খাইরি সামসুমিন বলেন, মোট অসুস্থদের মধ্যে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন অসুস্থ ব্যক্তি বিমান বিপর্যয় ইউনিটে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি জানান, এই ৩৯ জন রাসায়নিকের সংস্পর্শে আসার পর তাদের মাথা ঘোরানো শুরু হয়। তারা ওই সেকশনে কাজ করলেও তারা মূলত তিনটি ভিন্ন কম্পানির কর্মী।
এদিকে ঘটনাটি দেশটির প্রধান বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত করেনি। জরুরি সেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কি কারণে রাসায়নিক লিক হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সেলাঙ্গর রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে রাসায়নিক লিক হওয়ার বিষয়ে একটি জরুরি ফোন পান। তখনই বিপজ্জনক পদার্থ নিয়ে কাজ করা একটি দলসহ তাদের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে লিক হওয়ার রাসায়নিকটিকে মিথাইল মারকাপটান হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা একটি বর্ণহীন দাহ্য গ্যাস। এটি কখনো কখনো জেট ফুয়েল উৎপাদনে ব্যবহৃত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post