করোনা মহামারি কিছুটা স্বাভাবিক হওয়ায় ওমানে পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রথম পর্যায়ে সকল শ্রেণী খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র প্রথম, চতুর্থ, পঞ্চম, নবম ও একাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। একই সাথে আগামী ১৭ই জানুয়ারি থেকে মিশ্রিত শিক্ষা পদ্ধতি শুরু করবে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনে কঠোর আইন জারী
মন্ত্রণালয় জানিয়েছে, মিশ্রিত শিক্ষাব্যবস্থা অনুযায়ী স্কুল শিক্ষার্থীদের ধীরে ধীরে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দেশটিতে করোনা মহামারি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থীদের স্কুলমুখি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
সুপ্রিম কমিটির সিদ্ধান্ত ও দেশের করোনা মহামারি আরো স্বাভাবিক হলে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীর শিক্ষা কার্যক্রমও শুরু করা হবে। তবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সকল স্কুলকে অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post