আরব আমিরাতে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বছরের একটি শিশুর পেট থেকে ১৭টি চুম্বক বের করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহর হাসপাতালের চিকিৎসক দল জানিয়েছে, সম্প্রতি দুই বছরের ছেলেটি ভুলবশত এগুলো গিলে ফেলেছিল। এন্ডোস্কোপির মাধ্যমে ১৩টি চুম্বক বের করা হয়। বাকি চারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। শিশুটি বমি বমি ভাব করতে থাকে। এবং তিন দিন সে কোন কিছুই খেতে চায়নি। পরে তাকে শারজাহ’র বুর্জিল স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিভাবকরা চুম্বক গিলে খাওয়ার সময় সম্পর্কে অজানা ছিলেন। তবে তারা বলেন, ‘দুর্ঘটনা ঘটার কমপক্ষে ৭২ ঘণ্টা কেটে গেছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, শিশুটি ৪৮ ঘণ্টা মলত্যাগ করেনি।’
অস্ত্রোপচারে নেতৃত্বদানকারী বুরজিল স্পেশালিটি হাসপাতাল, শারজাহ-এর বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মেহরীন জামান বলেন, ‘চুম্বক অপসারণের জন্য সাধারণ এনেস্থেশিয়া দেয়ার পর এন্ডোস্কোপি করা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া যা দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল।
পাকস্থলীর ভেতরে চৌম্বকীয় শক্তি তীব্রতর ছিল। সবগুলো টুকরো একত্রিত হয়ে যায়। এদের আলাদা করা কঠিন কাজ ছিল। তবে সবগুলো চুম্বক (প্রত্যেকটি প্রায় এক ইঞ্চি লম্বা) আলাদা আলাদাভাবে অপসারণ করা হয়। এবং শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে, এখন সে ভালো আছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post