সামাজিক যোগাযোগ টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও বানানোর জন্য অনেকের অনেকরকম পাগলামি করতে দেখা যায়।
তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। রিলস ভিডিও প্রকাশের বিমানে উদ্যম নাচ শুরু করেছেন এক নারী। বিমানে তার নাচের ভিডিও ভাইরালও হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (০৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ভেতর এক নারীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে তার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে জানা গেছে, রিলস ভিডিও বানানোর জন্য তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
ভিডিওতে দেখা গেছে, বিমানের ভেতর হঠাৎ নাচানাচি শুরু করেন ওই নারী। এ সময় তার আশপাশের যাত্রীরা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ভিডিও প্রকাশ করেছেন তিনি। তার এমন কাণ্ডে অনেকে বিব্রতও হয়েছেন।
বিমানে ওই নারীর পরনে কালো শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এআর রহমানের ‘স্টাইল স্টাইল’ গানটি বাজতে শোনা গেছে। এখন পর্যন্ত ভিডিওটি ১৬ লাখ বারের বেশি দেখা হয়েছে। তবে এতে বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেন, যাত্রীরা খুবই বিব্রতবোধ করছেন। আর বড় ব্যাপার হলো এটি তার ব্যক্তিগত বিমান নয়, তিনি এমন অভদ্রতা করতে পারেন না।
আরেকজন লিখেন, এটি আপনার বাড়ি নয়। এমন কাজ বন্ধ করুন। আরেক ব্যবহারকারী লিখেন, বিমান ছাড়তে দেরি হওয়ার কারণ এটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post