মহামারী করোনা পরিস্থিতির কারণে চার আন্তর্জাতিক রুটে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিমানের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমান্ডু ও কুয়েতের কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরো পরুনঃ চরমোনাই পীরের ওপর হামলার চেষ্টা
পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে। এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চ থেকে এসব গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্য রুটও তখন বন্ধ করা হয়। কিন্তু অন্য রুট চালু হলেও এই চার রুটে ফ্লাইট পরিচালনা এখনো বন্ধ রয়েছে।
https://www.youtube.com/watch?v=SEwlZlYYBDM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post