যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার মধ্যরাতে বিমানের মাস্কাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। প্রবাসী ও যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে তারা ৪-৫ ঘণ্টা আটকে ছিলেন।
এ দীর্ঘ সময় বিমানের এসিও ঠিকমত কাজ করছিলোনা, ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।
এ বিষয়ে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
ঠিক হতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন তা ওমান এয়ারে করে ঢাকা থেকে পাঠানো হয়েছে। ঠিক হলে ওই বিমানে করেই যাত্রীদের ঢাকায় উড়িয়ে আনা হবে।
জানা গেছে, বিমানের বিজি-৭২২ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
তবে বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। দীর্ঘ চেষ্টার পরও ত্রুটি মেরামত না হওয়ায় যাত্রীদের একটি হোটেলে নিয়ে রাখা হয়েছে। এদিকে তাদের জন্য এখনও কোনো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post