ওমানের যে সকল প্রতিষ্ঠানে ৫০’র অধিক কর্মচারী, সেই প্রতিষ্ঠানে পেশাগত সুরক্ষার জন্য ওমানি সুপারভাইজার নিয়োগ বাধ্যতামূলক করে একটি সিদ্ধান্ত জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
এক বিবৃতিতে দেশটির শ্রমমন্ত্রী ডঃ মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়ানি বলেন, “শ্রম আইনের অধীনে প্রতিষ্ঠানের পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিধিবিধানের কিছু সংশোধন করে এই সিদ্ধান্তটি জারি করা হয়।”
সিদ্ধান্তটিতে বলা হয়েছে যে, “পঞ্চাশ বা তার বেশি জনবল নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানে অবশ্যই পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্যকাজে ওমানি সুপারভাইজার নিয়োগ করতে হবে। তবে এই কাজে দক্ষ ও প্রশিক্ষিত ওমানিরাই সুযোগ পাবে। প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্ত ওমানি নাগরিকদের যে কাজ গুলো করতে হবে তা হলো:
১. প্রতিষ্ঠানের পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য পরিকল্পনা প্রস্তুত করা।
২. কাজের সুষম পরিবেশ তৈরি করা।
৩. ঝুঁকি রোধে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচী তৈরিতে বিশেষজ্ঞদের অংশগ্রহণ বাড়ানো।
৪. শ্রমিকদের আবাসন পর্যায়ক্রমে পরিদর্শন।
আরো পড়ুনঃ এয়ারপোর্টে নেমেই কান্নায় ভেঙ্গে পরেই ৫ ওমান প্রবাসী
৫. কাজের ঝুঁকি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৬. কর্মক্ষেত্রে কোনো কর্মী গুরুতর দুর্ঘটনা বা আহত হলে তাকে সঠিক চিকিৎসা ব্যবস্থা করা। একই সাথে শ্রমিকদের ক্লিনিক ও হাসপাতালে পরিবহনসহ প্রাথমিক চিকিৎসা ব্যয় বহন করা।
৭. পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সরঞ্জাম ক্রয়ে মতামত প্রকাশ করা এবং কাজের পরিবেশ তৈরিতে উপযুক্ত মূল্যায়ন করা। ৮. প্রতিষ্ঠানের পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সতর্কতা বজায় রাখার চেষ্টা করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post