জীবনের গল্প পর্ব-১
জীবনের গল্প পর্ব-২
জীবনের গল্প পর্ব-৩
জীবনের গল্প, পর্ব-৪ ‘আসমানি কৈ মাছ’
টাকা পয়সা মানুষের জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি বল মিতা (জীবন অধিকারী).? ঠিক বলেছ। এই যে দেখ কৈ মাছ বিক্রি করা ৫৭০ টাকায় আমরা দুজনে কত আমোদ করে খেলাম আর বাকি টাকা দিয়ে আরো কয়েকদিন চলা যাবে বেশ। বৃষ্টি থামলেও বৃষ্টির রেশ এখনো কাটেনি, আজ দুই মিতার ভালো খাওয়া-দাওয়া হয়েছে, তাই ময়দার বস্তার উপর শুয়ে দুজনের জম্পেশ গল্প করছি।
প্রবাদে আছে পেটে খেলে পিঠে সয় তাই আজ দুজনের কারোই মন্দ লাগছে না গল্প করতে। জীবন মিতা তুই তো পড়াশোনায় অনেক ভালো, বলতে পারো জীবন নামের মানে কি.? আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই মনে হয় না মিতা। এই যে দেখো! তুমি কুলিগিরি করে জীবন পার করছো, আর আমার জীবন গড়ার স্বপ্ন নিয়ে একের পর এক ঘাত-প্রতিঘাতের মধ্যে জীবন দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এই বুঝি জীবন শেষ হয়ে গেল।
[the_ad id=”652″]
আমি মিতাকে প্রশ্ন করলাম তোমার কাছে জীবন নামের মানে কি মনে হয়? মিতা আমার হাসে আর কয় জীবন, একটা কুলির জীবনে জীবন নামের কোন মানে হয়না! বাদ দাও এসব তোমার কথা বল কি যেন বলতে চেয়েছিলে সেদিন। তেমন কিছু না শুধু বলতে চেয়েছিলাম প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বড়ো ফারাক মিতা। আমি মূর্খ মানুষ এত কঠিন করে বললে হয়, বুঝলাম না বুঝিয়ে বল।
মিতা আমি তিন মাস একটা দোকানের কর্মচারী থেকেছি, এরই মাঝে পরিচয় হলো পাসের দোকানের মালিকের সাথে। ভদ্রলোক জাতিতে হিন্দু আমার সাথে কথা বলে উনার ভালো লেগে যায়। মাঝে মধ্যেই আমাকে ডেকে নিয়ে কথা বলে, এভাবেই হঠাৎ একদিন বলে উঠে- তুমি আর পড়াশুনা করবে না.? কথাটা শুনে আমার বুকের মধ্যে আলাদা কম্পন সৃষ্টি হলো, আমি নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করলাম।
আমি ভাবতেই পারছিলামনা যে টাকার অভাবে আমার পড়াশুনা হবে না। তার প্রস্তাব টা আমার মনে ধরলো এক পর্যায়ে আমি রাজি হয়ে যাই, লজিং মাস্টার কাম দোকানদার। অদম্য আগ্রহ পড়াশুনা করার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে করতে হচ্ছে দোকানের কর্মচারীর কাজ। একটা বিশেষ সমস্যায় সেখানে আর কাজ করা হলোনা আমার মিতা, কাজ সেখানে হয়নি আমার তবে উনি কিছু কথা বলেছিল আমায়, সেই কথাগুলোর কারণে জীবন যুদ্ধে হার মানতে ইচ্ছা করেনা আমার মিতা।
মিতা তুমি যদি আরো পড়াশোনা করতে চাও আমি তোমায় সহযোগিতা করতে পারি, মিতা কে জিজ্ঞাসা করলাম কিভাবে সহযোগিতা করবে তোমার তো নিজেরই চলে না? তোমার কথা ঠিক তবে, আমি তোমায় একটা লজিং মাস্টার থাকার ব্যবস্থা করে দিতে পারি, মিলের পেছনে গোপাল সাহার বাড়িতে। গোপাল সাহা আমাদের ময়দার মিলের মেশিন অপারেটর, উনার ছোট ভাই ও বোন কে পড়াতে হবে বিনিময়ে সেখানে থাকা খাওয়া।
কালকে আমি গোপাল সাহার সাথে কথা বলে তোমাকে সেখান দিয়ে আসব, আর দুশ্চিন্তা করোনা এবার ঘুমিয়ে পরো অনেক রাত হয়েছে। মিতা ঘুমিয়ে পড়েছে আমি ময়দার বস্তার উপর শুয়ে ছটফট করছি দুশ্চিন্তায়। পেটে ক্ষুধা নেই তারপরেও আমার ঘুম আসছেনা, রাত পোহানোর খুব বেশি সময় বাকি নেই তারপরেও আজকের রাত আর কোনভাবে শেষ হতে চাইছেনা…
https://www.youtube.com/watch?v=pDEAOgVSzCo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post